কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
নিউজ ডেস্ক

ছবি- সংগৃহীত
ধূমপান ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৮ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার সকালে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রাটি পাকুন্দিয়া উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে পুলেরঘাট হয়ে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদযাত্রার উদ্বোধন করেন। তিনি নিজেও পদযাত্রায় অংশ নিয়ে কটিয়াদী পর্যন্ত যান।
পদযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জেলা জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আনম তানভীর হায়দার ও সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীন প্রমুখ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সদস্যসহ পাঁচ শতাধিক লোকজন অংশ নেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে মাদক প্রতিরোধ কমিটির ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে উদ্বোধনী বক্তব্যে নূর মোহাম্মদ এমপি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করতে হবে। নিজ নিজ সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিভাবকদেরও সচেতন হতে হবে।
উল্লেখ্য, ১০০ কিলোমিটার পদযাত্রার অংশ হিসেবে এর আগে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ এবং পাকুন্দিয়া-হোসেনপুর পর্যন্ত ৩২ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার পাকুন্দিয়া থেকে কটিয়াদী পর্যন্ত অনুষ্ঠিত হলো ১৮ কিলোমিটার পদযাত্রা।
- সিলেট বিভাগের তিন জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ড রুম
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- শতবর্ষের ঐতিহ্য নিয়ে আছে কুমিল্লার মিষ্টির রাজা রসমালাই
- জিলাপি কিনতে দীর্ঘলাইন
- কিশোরগঞ্জে বৃক্ষপ্রেমীদের ভরসা হর্টিকালচার সেন্টার
- বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন
- ঈশ্বরগঞ্জ পৌর-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন সাবেক মেয়র হাবিবুর
- করোনার সংক্রমণের ক্ষমতা আরো বেড়েছে
- দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষা চাষ
- ময়মনসিংহ নগর জুড়ে আবারও শুরু মসিকের উন্নয়ন কাজ