ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

সরকারের সমালোচনা ছাড়া কিছুই পারে না বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৩  

সরকারের সমালোচনা ছাড়া কিছুই পারে না বিএনপি

সরকারের সমালোচনা ছাড়া কিছুই পারে না বিএনপি

ঘূর্ণিঝড়ের মতো ঘুরে দাঁড়াতে চাচ্ছে বিএনপি। চলতি সেপ্টেম্বর মাসে একাধিক সমাবেশ ও পাঁচটি রোডমার্চ করবে বিএনপি। এরপর অক্টোবরে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার চিন্তা দলটির। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চূড়ান্ত আন্দোলনের আগে চলতি মাসটি গণসংযোগের শেষ ধাপ হিসেবে নিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। তারই অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ এবং শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারুণ্যের রোডমার্চ হবে। তবে বিএনপির এসব কর্মসূচীতে লোক হবে কি না, এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে অনেকের মনে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধিতা এবং ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্যই বিএনপি রাজনীতি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্ধারিত রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ না থাকায় বিএনপির নেতৃত্বাধীন জোটগুলোর রাজনীতিতেও মরিচা পড়েছে বলে মনে করছেন তারা। তাই রাজনৈতিক বলয়ে ফিরতে হলে অতীত অপকর্মের জন্য বিএনপিকে জাতির সামনে ক্ষমা চাইতেও বলেছেন তারা।

দুজন রাজনৈতিক বিশ্লেষকের সাথে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ যাত্রা নিয়ে আলাপকালে বিষয়গুলোর সম্পর্কে জানা গেছে।

এই বিষয়ে বাম রাজনৈতিক দল গণতান্ত্রিক বাম মোর্চার একজন নেতা বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা না করে কেবল ক্ষমতাসীনদের বিরোধিতা করা এবং ক্ষমতার স্বাদ নেয়ার জন্যই বিএনপি রাজনীতি করছে। তাদের এসব অনৈতিক মিশন ফাঁস হয়ে যাওয়ায় জনগণ দলটির তরফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার কারণে বিএনপির প্রতি জনসমর্থন শূন্যের কোটায় নেমে এসেছে। তাই জনসমর্থন ফিরে পেতে হলে বিএনপিকে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কারণ এর বিকল্প কিছু নেই আপাতত।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপিপন্থী বুদ্ধিজীবী আসিফ নজরুল বলেন, আমি বিএনপির রাজনৈতিক দর্শনে তুষ্ট হতে পারিনি। দলটিকে প্রথমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। আগে দলকে গোছাতে হবে। মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে বিএনপিকে। দেশের প্রতিটি প্রয়োজনে বিএনপিকে নিবেদিত হতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী দলের সঙ্গে ক্ষমতার ভাগবাটোয়ারা করে দেশ শাসন করেছে। এটির কারণে দলটি কোথাও ঠিক মতো মুখ দেখাতে পারছে না। সুতরাং আগে বিএনপিকে অতীতের সকল অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার বিকল্প নেই। তবেই হয়ত দলের দুর্দশা দূর হতে পারে। এরপর হয়তো মানুষ আবারও দলটিকে বিশ্বাস করলেও করতে পারে।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়