শহিদ আহনাফের বাড়িতে উপদেষ্টা নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
শহিদ আহনাফের বাড়িতে উপদেষ্টা নাহিদ ইসলাম
ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র শফিক উদ্দিন আহমেদ আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।বুধবার রাজধানীর পাইকপাড়ায় নিহত আহনাফের বাড়িতে যান তথ্য উপদেষ্টা। এ সময় তিনি আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন এবং এখন থেকে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এসময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সকল শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।
তিনি আরো বলেন, আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহিদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।
উল্লেখ্য, শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয় সে। গুলি তার বুকের ডান দিক দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।
- বন্যাকবলিতদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- গ্যাস আমদানির চেষ্টা করছে জ্বালানি বিভাগ
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম চৌধুরী
- প্রধান উপদেষ্টা ড. ইউনূস শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন : প্রেস সচিব
- পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : সালেহউদ্দিন আহমেদ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
- শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন ড. ইউনূস
- ১০০ দিনের কর্মপরিকল্পনা দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ ৪ জেলায় উন্নতি