রোহিঙ্গা ফেরতে আলোচনায় নতুন মাত্রা
নিউজ ডেস্ক

রোহিঙ্গা ফেরতে আলোচনায় নতুন মাত্রা
আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর উদ্যোগ সফল করতে কাজ অব্যাহত রেখেছে চীন। এরই অংশ হিসেবে খানিকটা নীরবেই ঢাকা ঘুরে গেছেন চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত দেং সিজুন। গত রবিবার থেকে মঙ্গলবার তিন দিনের ঢাকা সফরে এসে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে প্রত্যাবাসন নিয়ে দেং সিজুন আলোচনা করেন। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এত দিনের আলোচনায় নতুন মাত্রা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, চার মাসেরও কম সময়ের মধ্যে ঢাকায় চীনের দূতের এটি দ্বিতীয় সফর। গত সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন চীনের দূত। আলোচনায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরু করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। এবার বাংলাদেশে আসার আগে চীনের বিশেষ দূত মিয়ানমার সফর করেছেন। মিয়ানমারও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি-এমন বার্তা বাংলাদেশকে দিয়েছেন চীনের দূত।
সূত্র জানিয়েছে, চীনের বিশেষ দূত বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বলেছেন, মিয়ানমার ইঙ্গিত দিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রত্যাবাসিত রোহিঙ্গাদের কোনো ক্যাম্প বা মডেল ভিলেজে নেওয়া হবে না। রোহিঙ্গাদের একটি দল সম্প্রতি রাখাইন সফর করে ফিরে এসে ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। এ পরিপ্রেক্ষিতেই মিয়ানমারের ইঙ্গিতকে নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে চীনের বিশেষ দূত আরও জানিয়েছেন, মিয়ানমার প্রথম তিন মাসের জন্য প্রত্যাবাসিত রোহিঙ্গাদের ব্যয় বহন করবে। পাশাপাশি প্রত্যাবাসনের পর জীবিকার জন্য রোহিঙ্গাদের মাছ ধরা ও কৃষিকাজের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ সরকার চীনা বিশেষ দূতকে জানিয়েছে, বর্ষাকালে প্রত্যাবাসন শুরু করা কঠিন, তবে এর মধ্যেই প্রত্যাবাসনের প্রস্তুতি শেষ করা হবে। প্রত্যাবাসন শুরুর কোনো দিনক্ষণ ঠিক করা না হলেও আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক ধাপে প্রায় ৭ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
দায়িত্বশীল কর্মকর্তারা জানান, চীন দক্ষিণ এশীয় অঞ্চলে সফলতা দেখাতে চায়। ইরান ও সৌদি আরবকে মিলিয়ে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক সফলতা এ অঞ্চলেও দেখাতে চায়। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক ঘিরে দক্ষিণ এশিয়ার ওপর পশ্চিমা যে চাপ বাড়ছে, তাতে এখানকার বন্ধুরাষ্ট্রগুলো কূটনীতিতে চীনের সফলতা দেখতে চায়। রোহিঙ্গা প্রত্যাবাসন সেই সফলতা এনে দিতে পারে চীনকে।
- সিলেট বিভাগের তিন জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ড রুম
- দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষা চাষ
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- কিশোরগঞ্জে বৃক্ষপ্রেমীদের ভরসা হর্টিকালচার সেন্টার
- শতবর্ষের ঐতিহ্য নিয়ে আছে কুমিল্লার মিষ্টির রাজা রসমালাই
- জিলাপি কিনতে দীর্ঘলাইন
- ময়মনসিংহ শিল্প-সাহিত্য-সংস্কৃতির উর্বর ভূমি
- ঈশ্বরগঞ্জ পৌর-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন সাবেক মেয়র হাবিবুর
- বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন
- ময়মনসিংহ নগর জুড়ে আবারও শুরু মসিকের উন্নয়ন কাজ