ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

শেখ হাসিনা প্রত্যেক মানুষকে ফ্যাসিস্ট বানিয়েছেন : সমন্বয়ক সারজিস আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৪  

শেখ হাসিনা প্রত্যেক মানুষকে ফ্যাসিস্ট বানিয়েছেন : সমন্বয়ক সারজিস আলম

শেখ হাসিনা প্রত্যেক মানুষকে ফ্যাসিস্ট বানিয়েছেন : সমন্বয়ক সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা শুধু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানায়নি। শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট বানায়নি। ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। গতকাল বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সারজিস আলম বলেন, কেউ যদি এখনো চিন্তা করে ছাত্র-জনতাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। তিনি বলেন, চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এটি একটি ছোঁয়াচে রোগ। কেউ যদি একবার সুযোগ পায় তাহলে ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়বে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার, রফিকুল ইসলাম, ইলিমা খন্দকার এ্যানি, অয়ন, সুবাসিরুল, রফিকুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়