বিয়ে শেষ হতেই ঘুমে ঢলে পড়লেন বর, ভাইরাল ভিডিও
নিউজ ডেস্ক

বিয়ে শেষ হতেই ঘুমে ঢলে পড়লেন বর, ভাইরাল ভিডিও
সদ্য বিয়ে শেষ হয়েছে। খোলা হয়নি বিয়ের সাজও। সোফায় বসে ক্লান্তিতে ঘুমে ঢুলে পড়েছেন সাদা কুর্তা-পাজামা পরা বরবেশী যুবক। তার পাশেই বসে রয়েছেন নববধূ।ঢলে পড়া স্বামীকে পরম যত্নে খাইয়ে দিচ্ছেন ফলের রস।
এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
বিয়ের বাড়িতে নানা আয়োজন থাকেই। ছবি তোলা, অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে কয়েক দিন আগে থেকেই চলে বিভিন্ন নিয়ম-রীতি পালন। ফলে এসব আয়োজনে কাজ করায় বিয়ে হতে না হতেই ক্লান্ত হয়ে পড়ে খোদ বর-কনেসহ গোটা পরিবার।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক সদ্য বিবাহিত দম্পতিকে। সোফায় বসে ঘুমে ঢুলে পড়েছেন সাদা কুর্তা-পাজামা পরা বরবেশী যুবক। তার পাশেই বসে রয়েছেন নববধূ। লাল-সোনালী বিয়ের সাজেই তিনি ঘুমে ঢলে পড়া স্বামীকে পরম যত্নে খাইয়ে দিচ্ছেন ফলের রস এবং কিছু ড্রাই ফ্রুটস। এরপর মিষ্টি হাসিতে যেন ফেটে পড়লেন ওই নববধূ।
সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে নিজেদেরও মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। একজন দর্শক প্রতিক্রিয়ায় লিখেন ‘একদম এটাই আমার সঙ্গেও ঘটেছে।’ আবার ঘুমন্ত বরকে দেখে অনেকের মনে সহানুভূতিও জেগেছে। তাই কেউ কেউ লিখেছেন, ‘আরে ভাই, ওকে একটু ঘুমোতে দিন’। আবার অনেকে নববধূর এমন কাজকে প্রশংসা করেছেন।
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- বিয়ে করেছেন ভাইরাল হওয়া শ্যামল রায়
- চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রাম
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- কোভিড সংক্রান্ত ভুল তথ্য ঠেকাবে ফেসবুক
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- বিষধর সাপকে পানি পান করানোর ভিডিও ভাইরাল