বাড়ির ছাদে তুমুল ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী যুবতী
নিউজ ডেস্ক

বাড়ির ছাদে তুমুল ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী যুবতী
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে সোনামিকা নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন, সেখানে টলিউডের অন্যতম হিট ছবি ‘বরবাদ’এর গানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেন অভিনীত এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘আসোনা’র তালে দেখা মিলেছে সোনামিকার। নিজের বাড়ির ছাদেই দুটি ভিন্ন সাজে নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি।
এই ভিডিওটি আগেই সোনামিকা নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে সম্প্রতি অন্য একটি ইউটিউব চ্যানেল ‘শর্ট মিউজিক ৩৭’ থেকে পাঁচ মাস আগে এই একই ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে নেটমাধ্যমে।
যার সূত্র ধরে এই মুহূর্তে সোনামিকার এই ভিডিও পৌঁছে গিয়েছে আরো অনেক বেশি নেটনাগরিকদের কাছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আপাতত নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত ও পুনরায় প্রশংসিত সোনামিকা।
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- বিয়ে করেছেন ভাইরাল হওয়া শ্যামল রায়
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রাম
- কোভিড সংক্রান্ত ভুল তথ্য ঠেকাবে ফেসবুক
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- বিষধর সাপকে পানি পান করানোর ভিডিও ভাইরাল