বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
অনলাইন ডেস্ক

ভারতের সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গায়কীতে মুগ্ধ। তবে নিজের করা অনেক মন্তব্যে বিতর্কেও জড়িয়েছেন উঠতি এই সঙ্গীতশিল্পী।
মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন নোবেল। তার দাবি গত ১০ বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়া হতেই পারেনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে নোবেল লিখেছেন, বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।
অর্থাৎ এই সময়টাতেই যারা সংগীত জগতে কাজ করে গেছেন, আলোচিত হয়েছেন কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন। অনেকটা কটূক্তি করেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন নোবেল। আর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ হয়েছে সঙ্গীতপ্রেমী মানুষেরা।
নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner), আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)
নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।
- বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
- নিলামে এবার হুমায়ুনের চশমা-তিশার শাড়ি-জেমসের সংগ্রহ
- লাখপতি শাকিব-অপু পুত্র জয়
- আজ মাহিয়া মাহির জন্মদিন
- ‘স্বাদে আহ্লাদে’ নাঈম-মম
- টেলিভিশনে ঈদ আয়োজন
- শুভ জন্মদিন পূর্ণিমা
- শুটিং করতে নারাজ মেহজাবিন
- অভিনেতা ইরফান খান মারা গেছেন
- বলিউডে নাম লেখাতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে!