বরগুনার তালতলীতে ফানুস উড়িয়ে শুরু হয়েছে প্রবারণা উৎসব
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
সূর্যাস্তের পর পরই বরগুনার তালতলীর রাখাইন পল্লীগুলোতে ফানুস উড়িয়ে শুরু হয়েছে প্রবারণা উৎসব। এ উৎসব ঘিরে আদিবাসী পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ।
গতকাল বুধবার সূর্যাস্তের পর থেকে তালতলীর তালতলী পাড়া, ছাতন পাড়া, নামিশে পাড়াসহ বিভিন্ন গ্রামের বৌদ্ধমন্দিরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তিনদিনের এ উৎসব শুরু করা হয়।
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে শুরু হলো বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উৎসবকে ঘিরে বিভিন্ন বৌদ্ধমন্দিরগুলো সাজানো হয়েছে নতুন সাজে। ওড়ানো হচ্ছে নানা আকারের ফানুস।
বৌদ্ধ ধর্ম অনুযায়ী আষাঢ়ি পূর্ণিমাতে বৌদ্ধভিক্ষুদের বর্ষাব্রত শুরু হয় এবং এই পূর্ণিমাতে শেষ হয়। তিন মাস বর্ষাব্রত শেষে কার্তিকের পূর্ণিমার তিথিতে প্রবারণা উৎসব পালন করেন। এ সময় বৌদ্ধবিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। আর রাতে আকাশে ওড়ানো হয় নানা রঙের ফানুস। এদিনে রাখাইনরা আপ্যায়ন, অভিলাস পূরণ, ধ্যানশিক্ষা ও কর্মসম্পাদনের লক্ষ্যে পরিষ্কার পোশাকে বিভিন্ন বিহারে গমন করে।
তালতলীর বৌদ্ধ মন্দিরে ও আশপাশে সাজসজ্জা করেছে আয়োজকরা। বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নানা ধরনের পিঠাপুলি, বিভিন্ন প্রকারের খাবার।
আয়োজকরা জানান, গতবার করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় প্রবারণা উৎসব উদযাপিত হচ্ছে। এবার উপজেলার ১৩টি রাখাইন পাড়ার এ উৎসব একযোগে উদযাপিত হচ্ছে।
তালতলী রাখাইন সম্প্রদায়ের নেতা মিং মনথেলা রাখাইন বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এদিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, রাখাইন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এই প্রবারণা। এ উপলক্ষে প্রতিটি পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সজাগ থাকবে তালতলী থানা পুলিশ।
- সিলেট বিভাগের তিন জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ড রুম
- দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষা চাষ
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- কিশোরগঞ্জে বৃক্ষপ্রেমীদের ভরসা হর্টিকালচার সেন্টার
- জিলাপি কিনতে দীর্ঘলাইন
- শতবর্ষের ঐতিহ্য নিয়ে আছে কুমিল্লার মিষ্টির রাজা রসমালাই
- ময়মনসিংহ শিল্প-সাহিত্য-সংস্কৃতির উর্বর ভূমি
- ঈশ্বরগঞ্জ পৌর-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন সাবেক মেয়র হাবিবুর
- বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন
- ময়মনসিংহ নগর জুড়ে আবারও শুরু মসিকের উন্নয়ন কাজ