ফারিণের বিরুদ্ধে জোভানের অভিযোগ!
নিউজ ডেস্ক

ফারিণের বিরুদ্ধে জোভানের অভিযোগ!
ঢালিউডের ছোট পর্দার তারকা অভিনেতা জোভান। সরাসরি নাম প্রকাশ না করে সম্প্রতি সংবাদ মাধ্যমে সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। ওটিটি প্লাটফর্মকে বেশি গুরুত্ব দিচ্ছেন তার সহকর্মী এইটা ভাবছেন এই অভিনেতা। সহকর্মীর নাম প্রকাশ না করলেও সে নাটকের নাম জানিয়েছেন জোভান। ওই নাটকের নাম ‘জানেমান তুই আমার’। এই নাটকের নাম প্রকাশ করায় স্পষ্ট হয়ে উঠেছে, সহকর্মী ফারিণের দিকে অভিযোগের তীর তাক করেছেন জোভান।
এই মুহূর্তে ফারিণ দেশের বাইরে রয়েছেন। তবে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, সহশিল্পী হিসেবে জোভান দারুণ। কদিন আগেও তার সঙ্গে কথা হয়েছে। অথচ অভিযোগের বিষয়ে জোভান আমাকে কিছুই বলেননি।
ফারিণ আরো বলেন, আলোচনায় অনেক বড় সমস্যারও সমাধান করা যায়। অথচ ওই নাটক কিংবা অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট কেউই আমার সঙ্গে কোনো কথা বলেননি।
সবশেষে জোভানের এ অভিযোগে কষ্ট প্রকাশ করেন অভিনেত্রী। সহকর্মীদের একে অন্যের প্রতি আরও একটু শ্রদ্ধাশীল হওয়ার তাগিদও অনুভব করেন। কারণ কিছু বলার থাকলে সরাসরি তাকেই বিষয়টি জানাতে পারত সংশ্লিষ্টরা। যা মোটেও করা হয়নি বলে জানান অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
- রাতের প্রথম প্রহরেই নানাকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি
- নাটকে বিয়ে ভেঙে গেলো সাফা কবিরের
- আজ মাহিয়া মাহির জন্মদিন
- রাজের সঙ্গে ৩ বছর থাকতে বাধ্য হন পরীমনি
- লাখপতি শাকিব-অপু পুত্র জয়
- ইতিহাস রচনা করেছেন অভিনেত্রী বাঁধন
- বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
- প্রথমবারের মতো বউ সেজে নারীর বেশে হাজির হিরো আলম
- পরীমনির ইস্যুতে কি বললেন শাকিব খান
- নিলামে এবার হুমায়ুনের চশমা-তিশার শাড়ি-জেমসের সংগ্রহ