প্রাথমিকে শিক্ষার্থী মূল্যায়নে নতুন নির্দেশনা দিয়েছে ডিপিই
নিউজ ডেস্ক

ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
আদেশে বলা হয়, ২০২০ সালের ১৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান স্বাভাবিক ছিল। এরপর কোভিড পরিস্থিতিতে এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদান পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন। এ অবস্থায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হলেও এর মানে এই নয় যে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। বিভিন্নভাবেই মূল্যায়ন করা হতে পারে। এটা আসলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করবে। এটা এমন হতে পারে বাড়ির কাজ দেওয়া হলো এ থেকে পরদিন শিক্ষার্থীরা কী শিখলো তার মধ্য দিয়ে মূল্যায়ন করা।
প্রসঙ্গত, মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশনা না থাকলেও দেশের বিভিন্ন সরকারি প্রাথমিকে পরীক্ষা নেওয়ার মতো ঘটনা ঘটছে। এরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা দিলো।
- যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো হয়
- এসএসসির ফল দ্রুত জানার তিন উপায়
- স্বাস্থ্যবিধি মেনে খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি হয়নি, জানালেন সচিব
- এসএসসি: এসএমএসে ফল পেতে নিবন্ধন করেছে ৮ লাখ পরীক্ষার্থী
- নতুন ডিগ্রী চালুর অনুমোদন পেল বাকৃবি
- এসএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানবেন
- শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা