প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার কানাডায়
আন্তর্জাতিক ডেস্ক

ছবি- সংগৃহীত
কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ শহরের একটি বেসবল মাঠে স্কুল তৈরি হচ্ছে। সেখানে খননকাজ চলার সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৯২২ সালে শহরে প্রথমবার এই কামান আনা হয়েছিল। তারপর সেটি জেনারেল আমহার্স্ট হাই স্কুলে রাখা হয়। ১৯৭১ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন সেখান থেকে সরিয়ে সেন্টেনিয়াল পার্কে রাখা হয় কামানটি। সেখানে মনুমেন্টের তলায় মাটির নিচে রাখা হয়েছিল। তারপর আর কামানটির খোঁজ পাওয়া যায়নি। এটার কথা সবাই যেন ভুলেই গিয়েছিল।
আমহার্স্টবার্গের পলিসি অ্যান্ড কমিটির ম্যানেজার এবং কিংসভিল মিলিটারি মিউজিয়ামের প্রাক্তন অপারেটর কেভিন ফক্স জানান, এই কামান প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। সেই সময়ের যেসব কামান এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তার মধ্যে খুব কমই অক্ষত রয়েছে। সে তুলনায় এই কামানের অবস্থা অনেক ভালো রয়েছে।
- সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১ হাজার
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার কানাডায়
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- করোনার কারণে আত্মগোপনে কিম
- দক্ষিণ কোরিয়ার সাফল্যের রহস্য কী
- বুর্জ খলিফা হল বিশ্বের সবচেয়ে বড় দানবাক্স!
- ভারতে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক, সতর্কতা জারি
- শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকেই
- যুক্তরাজ্যে ঈদ: মহামারি পরিস্থিতিতে বিশ্ববাসীর নিরাপত্তা চেয়ে দোয়া