পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
নিউজ ডেস্ক

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি স্যাপোডিল। রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর হয়ে গতকাল দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। বিকাল ৪টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টের ম্যানেজার অসিম কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি স্যাপোডিল জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। রাশিয়া থেকে ছেড়ে আসা এই জাহাজটি প্রথমে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে পণ্য খালাসের পর শুক্রবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। বিকাল ৪টা থেকে খালাসের কাজ শুরু হয়েছে। এরপর সড়ক ও নৌপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে পাঠানো হবে। এসব পণ্য খালাস শেষে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
- পর্যটন বিকাশে চালু হচ্ছে হোম স্টে সার্ভিস
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে কারণে কৃতজ্ঞ সেনাবাহিনী
- করোনা চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি ও ব্যবস্থাপনা
- অনির্দিষ্টকালের জন্য বাড়লো সাময়িক এনআইডির মেয়াদ
- আরো ২৪ ট্রেন চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বরের মধ্যে
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- করোনা নিয়ন্ত্রণে ঢাকায় আসছেন ৪ চীনা বিশেষজ্ঞ
- ঢাকা জেলা প্রশাসনের একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ও ত্রাণ বিতরণ