পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ১৬ সেপ্টেম্বর
নিউজ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ১৬ সেপ্টেম্বর
পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে। ফলে আজ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১৬ সেপ্টেম্বর মোতাবেক ১২ রবিউল আউয়াল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।গতকাল বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য আজ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ১৬ সেপ্টেম্বর সোমবার (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
ঈদে মিলাদুন্নবী আরবি শব্দ। যার অর্থ মহানবী (সা.)-এর জন্মদিনের আনন্দোৎসব। ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন। ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের এদিনে তিনি পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশের হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব। মাতার নাম আমিনা। জন্মের আগেই তিনি পিতৃহারা হন। শৈশব থেকেই সত্যবাদিতার জন্য মক্কাবাসী তাঁকে আল আমিন-বিশ্বাসী উপাধি দান করে। ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে জাবালে নুরে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি লাভ করেন। আল্লাহর নির্দেশে হজরত জিবরাইল (আ.) মুহাম্মদ (সা.)-এর কাছে আসেন। এ সময় পবিত্র কোরআনের সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হয়। এরপর তিনি ইসলামের দাওয়াতে নিজেকে উৎসর্গ করেন। ২৩ বছরের নবুয়তি জীবনে অনেক দুঃখ-যাতনা সহ্য করেন। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ ইসলামকে বিজয়ী ধর্ম ও পরিপূর্ণতা দান। ২৩ হিজরির ১২ রবিউল আউয়াল রসুল করিম (সা.) ওফাত লাভ করেন। পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে নবীজির রওজা মুবারক অবস্থিত।বিশ্বের মুসলমানরা নবীর জন্মদিনের স্মরণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে। দিনটি সরকারিভাবে সাধারণ ছুটি।
- বন্যাকবলিতদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- গ্যাস আমদানির চেষ্টা করছে জ্বালানি বিভাগ
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম চৌধুরী
- প্রধান উপদেষ্টা ড. ইউনূস শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন : প্রেস সচিব
- পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : সালেহউদ্দিন আহমেদ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
- শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন ড. ইউনূস
- ১০০ দিনের কর্মপরিকল্পনা দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ ৪ জেলায় উন্নতি