নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক
নিউজ ডেস্ক

জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক
দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা ও জিলা স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা জামায়াত নেতা মকবুল মুন্সীসহ বিভিন্ন এলাকার ৩১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছেন।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নাশকতার চেষ্টায় দিনাজপুর রেলস্টেশন, বাহাদুর বাজার ও জিলা স্কুল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়। এর আগে একই এলাকায় তারা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে দিনাজপুর পৌরসভার সামনে একটি বাসে ওঠার সময় পুলিশ ৩১ নেতাকর্মীকে আটক করে। আটকদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের এসব নেতাকর্মী জেলার বিভিন্ন স্থান থেকে শহরে এসে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত হচ্ছিলেন; এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
- খালেদার বিদেশে চিকিৎসার আবেদন নামঞ্জুরের পেছনে ফখরুলের ষড়যন্ত্র
- হলুদ সাংবাদিক কনক সারোয়ার গুজবের জন্মদাতা
- ‘পাক সেনা ক্যাম্পের নারী সাপ্লায়ার’ ছিলেন সাঈদী
- বাবুনগরী-মামুনুল এর ষড়যন্ত্র ফাঁস : ক্ষমতার লোভে আল্লামা শফি খুন
- হ্যাঁ-না ভোট ও জিয়ার জোরপূর্বক রাষ্ট্রপতি হওয়া
- অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে তৎপরতা চালাচ্ছে তারেক
- তারেকই বিএনপির প্রধান, নিরুপায় হয়ে পড়েছেন খালেদা
- অবশেষে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে সরে আসলো বিএনপি
- বিএনপি নামক দলের সমর্থন করার কোনো মানেই হয় না: ডা. জাফরুল্লাহ
- রোজিনাকাণ্ড: রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কে ফাঁটল ধরানোই টার্গেট