ঢাকা, সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৬ ১৪৩০

নাটোরের বড়াইগ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২০ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ ও বনপাড়া পৌর আওয়ামীলীগ ছাএলীগ ও অন‍্যান‍্য অংগ‍সংঠনের পক্ষ থেকে বনপাড়া বাজারে  সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে  সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রা বনপাড়া পৌর গেট হতে উপজেলা মিশন মার্কেট বাইপাস সড়ক প্রদক্ষিণ করে এসে আবার পৌর গেটে সমবেত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী,বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন,সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান,  আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা সহ বিভিন্ন ধর্মের লোক। 

সমাবেশে মেয়র জাকির হোসেন বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন অব‍্যাহত থাকবে। আর আমরা এলাকায় কোন অরাজকতা সৃষ্টি করতে দিব না।

সর্বশেষ
জনপ্রিয়