নতুন বছরে টুইটারে যুক্ত হলো নতুন ফিচার
নিউজ ডেস্ক

নতুন বছরে টুইটারে যুক্ত হলো নতুন ফিচার
নতুন বছরে টুইটারে যুক্ত হলো নতুন ফিচার ‘নেভিগেশন’। এর ফলে, নতুন বছরের প্রথমদিন থেকেই টুইটার ব্যবহারকারীরা আরো ভালো অভিজ্ঞতা পেতে শুরু করেছেন।
টুইটারের কর্ণধার ‘ইলন মাস্ক’ জানিয়েছেন টুইটার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে। এর ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন তারা।’
টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় দেখা যাবে একটি ‘তারা’ চিহ্ন। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক। এছাড়া সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও।
মাস্ক আরো জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরো উন্নত করা হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই টুইটার নতুন আরো একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।
- বছরের ২য় চন্দ্রগ্রহন আজ
- রকেটের গতিতে ইন্টারেট দেবে আল্ট্রা ব্রডব্যান্ড
- ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধি-বিধান মানার আহ্বান: মোস্তাফা জব্বার
- তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের নতুন বিপ্লব
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- টাকা দিয়ে দেখতে হবে ফেসবুক লাইভ!
- ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন
- ফোনে চার্জ শেষে সকেটে চার্জার লাগিয়ে রাখা উচিত?
- অল্পদিনের মধ্যেই চালু হচ্ছে সরকারি ফ্যাক্ট চেকার টুলস
- অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে