নকলা পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
নিউজ ডেস্ক

ফাইল ছবি
শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কাউন্সিলর প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ জানুয়ারি মঙ্গলবার পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫-এর ১১(২) লঙ্ঘনের দায়ে পৌরসভার ৫ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. তোতা মিয়াকে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ওই অর্থদন্ডাদেশ প্রদান করেন। ওইসময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজসহ নকলা থানার পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাউন্সিলর প্রার্থী তোতা মিয়ার সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম সৃষ্টি করেন এবং বিশাল শোডাউন করেন। এতে পৌরসভা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় এ জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী তোতা মিয়া জানান, প্রতীক পাওয়ার পরে উৎসুক কর্মী ও সমর্থকরা আমার অনুরোধ না মেনে পথসভা করার লক্ষে একত্র হওয়ায় জনসমাগমের সৃষ্টি হয়। পরে ওইসকল কর্মী ও সমর্থকরা উট পাখি প্রতীকের বিভিন্ন শ্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে চলতে থাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় এবং তাদের সাথে আমি থাকায় প্রার্থী হিসেবে আমাকে জরিমানা করা হয়েছে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরে প্রার্থীরা বা প্রার্থীদের সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারেন, তাই পৌর সভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত মাঠে নামেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠ ভাবে সমাপ্ত করার লক্ষে এ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- করোনার সংক্রমণের ক্ষমতা আরো বেড়েছে
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডিজিটাল ও জনবান্ধব ময়মনসিংহের ডিসির ব্যতিক্রমী কার্যক্রম
- মেয়র টিটু‘র মতামত প্রকাশে নগরবাসীর অকুন্ঠ সমর্থন ও স্বস্তি
- যোগদান করেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস
- যেভাবে করোনামুক্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য
- ঢাকার ৪৫ এলাকা রেড জোনে
- তিন ভাগে বিভক্ত মনোহরদী বিএনপিতে স্থবিরতা