ঢাকা জেলা প্রশাসনের একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ও ত্রাণ বিতরণ
নিউজ ডেস্ক

সামাজিক দূরত্ব না মানায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও জেলার উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। এতে ৪৪টি মামলা করে ৪১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ২৬১টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ঢাকা জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীর ধানমণ্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, হাজারীবাগ এবং ঢাকা জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৪১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন ব্রান্ডের তেল নকল করে সংরক্ষণের জন্য ২ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে। এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ২০০টি, দোহার উপজেলাতে ৬১টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়।
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
- পর্যটন বিকাশে চালু হচ্ছে হোম স্টে সার্ভিস
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে কারণে কৃতজ্ঞ সেনাবাহিনী
- করোনা চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি ও ব্যবস্থাপনা
- অনির্দিষ্টকালের জন্য বাড়লো সাময়িক এনআইডির মেয়াদ
- আরো ২৪ ট্রেন চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বরের মধ্যে
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- করোনা নিয়ন্ত্রণে ঢাকায় আসছেন ৪ চীনা বিশেষজ্ঞ
- ঢাকা জেলা প্রশাসনের একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ও ত্রাণ বিতরণ