ঢাকা, মঙ্গলবার   ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১১ ১৪৩০

চট্টগ্রামে সৈকতজুড়ে মাল্টা আর মাল্টা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৭ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৈকতজুড়ে মাল্টা আর মাল্টা। সেই মাল্টা নিয়ে ছো’ড়াছু’ড়ি করছে শিশুরা। কেউবা আবার লু’টোপু’টি খাচ্ছে মাল্টার ওপর।বুধবার (১৬ জুন) আনোয়ারা উপজেলার পারকি সৈকতে এত মাল্টা দেখে বি’স্মিত হয়েছেন স্থানীয় লোকজন।

তাদের ধারণা, আমদানি করা এসব মাল্টা হয় বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে প’চে যাওয়ায় আমদানিকারকরা ফেলে দিয়েছেন। তারা জানান, রাতের আঁধারে ট্রাকে করে এনে পচা মা’ল্টাগুলো ফে’লা হয়েছে। পরে জোয়ারের ঢেউয়ে সেগুলো ছড়িয়ে পড়ে সৈকতের আধা কিলোমিটার এলাকায়। মাল্টাগুলো খাবারের অনুপযোগী, প’চা। এতে পরিবেশদূষ’ণের আশ’ঙ্কা তাদের।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকতে প’চা মাল্টার খবরটা সন্ধ্যায় আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়