গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করলো পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করলো পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) বৈঠকে সভাপতিত্ব করেছেন।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দেন।
গায়ানার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ভার্চুয়াল বৈঠকে ভেনেজুয়েলা ও গায়ানার মধ্যে বিদ্যমান এসেকুইবো অঞ্চলের বিরোধের অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। কমনওয়েলথ গ্রুপ আন্তর্জাতিক আইনের অধীনে বিষয়টি সমাধান করতে যথাযথ ও আইনসম্মত উপায় হিসেবে আইসিজে প্রক্রিয়ার পক্ষে তাদের দৃঢ় ও পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশ এ বৈঠকে গায়ানার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের মন্ত্রী ও প্রতিনিধিরাও গায়ানার সার্বভৌম অধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বিস্তারিত আলোচনার পর কমনওয়েলথ গ্রুপ গায়ানার সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রশংসা করে সমাপনী বিবৃতি জারি করতে একমত হয়।
ভার্চুয়াল বৈঠকে মন্ত্রীরা স্যার শ্রীদাথ সুরেন্দ্রনাথ রামফালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি দ্বিতীয় কমনওয়েলথ মহাসচিব ছিলেন ও সবচেয়ে দীর্ঘ সময় এ দায়িত্ব পালনকালে বৈশ্বিক নেতৃত্বদানের নজির রেখে গেছেন।
বৈঠকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সম্পর্কে আন্তর্জাতিক বিরোধিতার সমন্বয় ঘটাতে শ্রীদাথের মুখ্য ভূমিকা, ছোট রাষ্ট্রগুলোর অধিকার আদায়ের জন্য তার দূরদর্শীতা ও দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য তার অক্লান্ত প্রচেষ্টার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
যথাযথ দক্ষতার সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করার জন্য কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার প্রশংসা করেন ও তাকে ধন্যবাদ জানান।
- বন্যাকবলিতদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- গ্যাস আমদানির চেষ্টা করছে জ্বালানি বিভাগ
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম চৌধুরী
- প্রধান উপদেষ্টা ড. ইউনূস শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন : প্রেস সচিব
- পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : সালেহউদ্দিন আহমেদ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
- শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন ড. ইউনূস
- ১০০ দিনের কর্মপরিকল্পনা দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ ৪ জেলায় উন্নতি