কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৫০
নিউজ ডেস্ক

দুই গ্রামবাসীর সংঘর্ষ
কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয়রা জানায়, জগন্নাথপুরের গোতগাঁও গ্রামের যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার মাধ্যমে গোতগাঁও গ্রামের একটি মাদরাসায় কোরবানির জন্য ৩৫টি গরু দেন যুক্তরাজ্যপ্রবাসী শাহীন মিয়া। কোরবানি শেষে মাংস ভাগাভাগি নিয়ে গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের আহসান মিয়াসহ দুই গ্রামের কয়েকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সোমবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক লোক আহত হন।
গুরুতর আহত জীবন মিয়া, সূর্য বেগম, আলতাব উদ্দিন, আবদুল মনাফ, আবদুল খালিছ, আহসান উদ্দিন ও আনাছ উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) শুশঙ্কর পাল বলেন, কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- সিলেট বিভাগের তিন জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ড রুম
- দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষা চাষ
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- কিশোরগঞ্জে বৃক্ষপ্রেমীদের ভরসা হর্টিকালচার সেন্টার
- জিলাপি কিনতে দীর্ঘলাইন
- শতবর্ষের ঐতিহ্য নিয়ে আছে কুমিল্লার মিষ্টির রাজা রসমালাই
- ময়মনসিংহ শিল্প-সাহিত্য-সংস্কৃতির উর্বর ভূমি
- ঈশ্বরগঞ্জ পৌর-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন সাবেক মেয়র হাবিবুর
- বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন
- ময়মনসিংহ নগর জুড়ে আবারও শুরু মসিকের উন্নয়ন কাজ