ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১১ ১৪৩১

কোনো সম্পর্কই টিকছে না? হয়তো দায়ী আপনার ভুলগুলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ১৩ মে ২০২৪  

কোনো সম্পর্কই টিকছে না? হয়তো দায়ী আপনার ভুলগুলো

কোনো সম্পর্কই টিকছে না? হয়তো দায়ী আপনার ভুলগুলো

একটি সম্পর্কের মধ্যে, আমরা সবাই আমাদের চাহিদা, চাহিদা এবং প্রত্যাশা নিয়ে আসি। কখনও কখনও আমরা আমাদের বর্তমান সম্পর্কের মধ্যে অতীতের ট্রমার বোঝাও নিয়ে আসি। প্রচেষ্টা এবং বিশ্বাস একটি সম্পর্ককে সুস্থ রাখে।

যাহোক, কখনো কখনো আমাদের বেশ কিছু ছোটখাটো ভুলের কারণে ব্রেকআপ হতে পারে। রিলেশনশিপ কোচ মারলেনা টিলহন এ প্রসঙ্গে কয়েকটি টিপস শেয়ার করেছেন।

জেনে নিন-

সম্পর্কের ক্ষেত্রে আমাদের সবারই কিছু প্রত্যাশা থাকে। কিন্তু আমাদের সব প্রত্যাশা পূরণ করা সঙ্গীর দায়িত্ব নয়।

অবশ্যই সম্পর্কে আবেগ আসে। কিন্তু সবসময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে, পার্টনারের উপর তা চাপিয়ে দেওয়া অন্যায়।

আমরা সকলেই সম্পর্কের ক্ষেত্রে আমাদের সঙ্গীর কাছে প্রকাশ করতে পছন্দ করি। তবে তার জন্য যেন চরম নেতিবাচক পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 

আমাদের সঙ্গীর প্রতি আমাদের সচেতন এবং সহানুভূতিশীল হওয়া দরকার।

আমাদের সঙ্গীর থেকে উচ্চ প্রত্যাশা ছেড়ে দেওয়া উচিত। কোনো দায়বদ্ধতার বোঝা তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

একটি সম্পর্ক এমন জায়গা নয় যেখানে আমরা ক্রমাগত নিজের সবচেয়ে খারাপ দিকটি দেখাতে পারি। আমাদের সঙ্গীরাদেরও আমাদের সুন্দর প্রচেষ্টা, নমনীয়তা, মিষ্টি ব্যবহার প্রাপ্য।

সর্বশেষ
জনপ্রিয়