করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই লাখেরও বেশি মানুষ।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দুই লাখ ১১ হাজার ৩৫ জন। আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৫৫ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ১৮ হাজার ১৮৪ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৪৯৮ জনের।
আক্রান্তের তালিকার দ্বিতীয়তে রয়েছে স্পেন। দেশটিতে মোট ২ লাখ ২৯ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৫২১ জন।
তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৩০ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৭৪ জন।
- সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১ হাজার
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার কানাডায়
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- করোনার কারণে আত্মগোপনে কিম
- দক্ষিণ কোরিয়ার সাফল্যের রহস্য কী
- বুর্জ খলিফা হল বিশ্বের সবচেয়ে বড় দানবাক্স!
- ভারতে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক, সতর্কতা জারি
- শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকেই
- যুক্তরাজ্যে ঈদ: মহামারি পরিস্থিতিতে বিশ্ববাসীর নিরাপত্তা চেয়ে দোয়া