ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

কবিতা : তোমাতে বিলীন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৩ সেপ্টেম্বর ২০২৪  

কবিতা : তোমাতে বিলীন

কবিতা : তোমাতে বিলীন

তোমাতে বিলীন

কী বিস্ময়করভাবে তোমার আনন্দের ভেতর
অনর্গল কথা বলছে আর্তনাদ
কখনও কখনও আর্তনাদের ভেতরে
অপার শান্তির ছায়াও দেখেছি
আবার এও দেখেছি, এই শান্তির ভেতরেই
বইছে সমুদ্রের সাঁইসাঁই ঝড়
আহারে, আহা; মানুষের জীবন-খতিয়ানে কত আঁকিবুঁকি!

তুমি নিশ্চয় জানো সিসিফাসের সেই গল্পটা
গ্রিক পুরাণের গল্প, যা হোমারের অডিসিতে আছে
সিসিফাস বেচারা একটা খাঁড়া পাথর পাহাড়ের
ওপরে ঠেলে তোলে, আর পাথরটা গড়িয়ে নিচে পড়ে
আবার পাথরটাকে ঠেলে ওপরে তোলে
যতবার তোলে, ততবার পড়ে, কিন্তু সে বিরতি দেয় না
তার অবিরাম এই একটা কাজ
পাথর ঠেলে পাহাড়ের চূড়ায় তোলা
আর সেটা গড়িয়ে নিচে পড়লে আবার ঠেলতে থাকা।

কোনো কোনো দুঃখ অন্ধকার ঘুচিয়ে আলোর প্লাবন ঘটায়
অন্তর্লোকের আগুন ছড়ায় অনন্ত দিগন্তব্যাপী
অনন্ত কণ্ঠে শুনি তোমার উদার আকাশের জয়গান
তুমি তো নিষ্ফলা নও, জীবনের সবকিছু দৃশ্যমান হয় না
দুঃখ চাষিদের দুঃখ তোমাতেই হোক বিলীন।

সর্বশেষ
জনপ্রিয়