এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় : রানা ফ্লাওয়ার্স
নিউজ ডেস্ক
এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় : রানা ফ্লাওয়ার্স
বাংলাদেশে নবনিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, এখন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিশু, তরুণ ও তাদের পরিবারগুলোর কথা আমার মনে রয়েছে।তিনি বলেন, বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের কথাও আমি মনে রেখেছি। শিশুদের অধিকার রক্ষার প্রতি অঙ্গীকার ও ভালোবাসা থেকেই ইউনিসেফ প্রতিনিয়ত কাজ করে চলেছে।
বাংলাদেশে নবনিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র উপস্থাপনকালে এসব বলেন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশু ও তরুণেরই রয়েছে মর্যাদা ও অপার সম্ভাবনা। এ বিশ্বাস থেকেই আমাদের প্রতিদিনের কার্যক্রম পরিচালিত হয়। সরকার, বেসরকারি খাত ও ইউনিসেফের দীর্ঘ দিনের অংশীজনদের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে চলা এবং শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে এখনো অনেক কিছু করার রয়েছে। রয়েছে চমৎকার আরো অনেক কাজের সুযোগ।
ফ্লাওয়ার্স অস্ট্রেলিয়ার একজন নাগরিক। আন্তর্জাতিক উন্নয়ন, শিশু উন্নয়ন ও পলিসি অ্যাডভোকেসিতে ৩৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি চীন, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও বেলিজে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- বন্যাকবলিতদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- গ্যাস আমদানির চেষ্টা করছে জ্বালানি বিভাগ
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম চৌধুরী
- প্রধান উপদেষ্টা ড. ইউনূস শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন : প্রেস সচিব
- পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : সালেহউদ্দিন আহমেদ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
- শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন ড. ইউনূস
- ১০০ দিনের কর্মপরিকল্পনা দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ ৪ জেলায় উন্নতি