আয়নাঘর নামে কিছুই বাংলাদেশে নেই: তাসনিম খলিল
রাজনীতি ডেস্ক

তাসনিম খলিল
বেশি জানতে জানতে মানুষ জ্ঞানপাপী জানোয়ার হয়ে যায়, যার জ্বলন্ত প্রমাণ তাসনিম খলিল। আজ থেকে বিশ বছর আগে তিনি ছিলেন সাংবাদিক। যিনি বর্তমানে এক নিছক কমেডিয়ানে পরিণত হয়েছেন। সর্বপ্রথম তার কৌতুক পরিবেশিত হয় ২০২১ সালে আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ নামক একটি বানোয়াট নাটকের মাধ্যমে। বর্তমানে তিনি আয়নাঘর নামে নতুন আরেকটি নাটক ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তার দাবি, বাংলাদেশে নাকি আয়নাঘর নামে একটি গুপ্তঘর আছে। যদিও এ ঘরের সত্যতা কেউ দিতে পারে নি। কিন্তু তিনি তাও চেঁচিয়ে বলছিলেন, আয়নাঘর আছে, আয়নাঘর আছে, এমন বলে। তবে শেষমেশ উপযুক্ত প্রমাণ জনসম্মুখে প্রকাশ করতে না পারায়, শেষমেশ তিনি স্বীকার করলেন, আয়নাঘর নামে কিছুই বাংলাদেশে নেই।
২৮ আগস্ট দুপুরে তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, “আয়নাঘর” একটা কোড নেইম। যেখানে এর আগে একাধিকবার তিনি বলেছেন, বাংলাদেশে নাকি আয়নাঘর আছে!
এদিকে তাসনিমের ভিত্তিহীন কথার ওপর ভিত্তি করে, বাংলাদেশের বিরোধী দলগুলো একের পর এক আক্রমণ করে যাচ্ছিলো উন্নয়নবান্ধব সরকারকে।
এখন প্রশ্ন, এই যে তাসনিম খলিলের ভিত্তিহীন কথার ওপর ভিত্তি করে বিরোধী দল এতো সমালোচনা করলো, আজ সেই তাসনিম খলিল বলছেন, এই আয়নাঘরের কোনো ভিত্তি নেই। ফলে বিরোধী দলের এতো সমালোচনা, এক নিমিষেই ভিত্তিহীন হয়ে গেলো।
সচেতন নাগরিকরা তাই বিরোধী দলগুলোকে অনুরোধ করছেন, হুজুগে লাফানোর আগে জানুন, বুঝুন। সত্য মিথ্যা যাচাই করুন।
তাসনিম খলিলের উদ্দেশ্য মিথ্যা দিয়ে দেশকে বিব্রত করা। তার ফাঁদে পা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।
সামর্থ্য থাকলে, জনগণের ভালোবাসা দিয়েই ক্ষমতায় আসা যায়। মিথ্যা দিয়ে শুধু ষড়যন্ত্র করা যায়। ক্ষমতায় আসা যায় না।
- হলুদ সাংবাদিক কনক সারোয়ার গুজবের জন্মদাতা
- খালেদার বিদেশে চিকিৎসার আবেদন নামঞ্জুরের পেছনে ফখরুলের ষড়যন্ত্র
- হ্যাঁ-না ভোট ও জিয়ার জোরপূর্বক রাষ্ট্রপতি হওয়া
- ‘পাক সেনা ক্যাম্পের নারী সাপ্লায়ার’ ছিলেন সাঈদী
- বাবুনগরী-মামুনুল এর ষড়যন্ত্র ফাঁস : ক্ষমতার লোভে আল্লামা শফি খুন
- তারেকই বিএনপির প্রধান, নিরুপায় হয়ে পড়েছেন খালেদা
- অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে তৎপরতা চালাচ্ছে তারেক
- অবশেষে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে সরে আসলো বিএনপি
- বিএনপি নামক দলের সমর্থন করার কোনো মানেই হয় না: ডা. জাফরুল্লাহ
- রোজিনাকাণ্ড: রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কে ফাঁটল ধরানোই টার্গেট