আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন দুই যমজ বোন
নিউজ ডেস্ক

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন দুই যমজ বোন
শিক্ষাক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই যমজ বোন। তাদের নাম রাহমা মুক্তার প্রমী (২১) ও রাহিমা মুক্তার হিমি (২১)।গতকাল বুধবার (১২ জুলাই) আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটির সিটিজেনশিপ অ্যান্ড পোর্ট সিকিউরিটি বিভাগ তাদের কাছে ভিসার দলিল পাঠায়। নবায়নযোগ্য এ ভিসার মেয়াদ ১০ বছর।
জানা যায়, প্রমী ও হিমির পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পলকি গ্রামে। তাদের বাবা মোহাম্মদ মুক্তার মিয়া ৪২ বছর ধরে আমিরাত ট্রান্সপোর্টে কাজ করেন। মা উম্মে আসমা একজন গৃহিণী।
আরব আমিরাতের ফুজিরায় বসবাসকারী প্রবাসী আবুল কালাম রাসেল মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছেন, আবুধাবিতে জন্ম নেওয়া তার দুই মেয়ে রাহমা ও রাহিমা ফুজিরা প্রদেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাসাফি গার্লস স্কুল ফর বেসিক অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন থেকে এবছর অনুষ্ঠিত স্থানীয় অ্যাডভান্স এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আরবি ভার্সনে তারা যথাক্রমে ৯৭.৫১ শতাংশ ও ৯৭ শতাংশ নম্বরসহ জিপিএ প্লাস পায়। এর আগে এসএসসিতেও তারা ভালো ফলাফল করে। তারা গোল্ডেন ভিসা পেয়েছে এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
তাদের মা উম্মে আসমা বলেন, আশপাশে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় আরবি কিন্ডারগার্টেনে শিক্ষাজীবনের হাতেখড়ি দুই মেয়ের। তারপর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১৪ বছর পড়াশোনার পর তারা গ্রাজুয়েশন শেষ করেছে। আমার কাছে কিছু বাংলা শেখা ছাড়া তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আরবি মাধ্যমেই হয়েছে।রাহমা ও রাহিমা জানান, তারা দুজনই ভবিষ্যতে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করে দেশে এসে সেবা দিতে আগ্রহী।
- যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো হয়
- এসএসসির ফল দ্রুত জানার তিন উপায়
- স্বাস্থ্যবিধি মেনে খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি হয়নি, জানালেন সচিব
- এসএসসি: এসএমএসে ফল পেতে নিবন্ধন করেছে ৮ লাখ পরীক্ষার্থী
- নতুন ডিগ্রী চালুর অনুমোদন পেল বাকৃবি
- এসএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানবেন
- শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা